ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে বক্তাদের অভিনন্দন

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
প্রধানমন্ত্রীকে বক্তাদের অভিনন্দন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির ২০১৫ সালের শীর্ষ ১০০ চিন্তাবিদের তালিকায় ১৩ নম্বরে স্থান করে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বক্তারা।

এ সময় তারা শেখ হাসিনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ারও দাবি জানান।



শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশ ও মানববন্ধনে অভিনন্দন ও নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানান তারা।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন- সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের সহ-সম্পাদক বলরাম পোদ্দার ও এম এ করিম।

সমাবেশে বক্তরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এ জন্য বিশ্ব নেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন। এর অংশ হিসেবে তিনি বিশ্বের ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান করে নিয়েছেন। আমরাও শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।

বক্তারা আরো বলেন, উন্নয়নের বিপরীতে বিএনপি-জামায়াত ধ্বংসের রাজনীতি করছে। শেখ হাসিনা তরুণদের নিয়ে ধ্বংসের রাজনীতি প্রতিহত করে উন্নয়ন ও শান্তির দিকে নিয়ে যাচ্ছেন। এ জন্য তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
ইএস/আরইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।