ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

প্রার্থী ১৩৬৮৯, বাছাই শনি-রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
প্রার্থী ১৩৬৮৯, বাছাই শনি-রোববার

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে মোট মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ হাজার ৬শ ৮৯ জন প্রার্থী। এরমধ্যে মেয়র পদে ১২শ ২৩ জন।

এছাড়া সংরক্ষিতকাউন্সিলর পদে ২ হাজার ৬শ ৬৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭শ ৯৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) এ তথ্য বাংলানিউজকে জানান ইসির সহকারী সচিব রাজীব আহসান।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২শ ৩৫ পৌরসভায় একযোগে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। শনি ও রোববার (৫ ও ৬ ডিসেম্বর) সম্ভাব্য প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা।

এবারই প্রথমবারের মতো দেশে কোনো স্থানীয় নির্বাচন দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচন হবে আগের নিয়মে নির্দলীয়ভাবে।

নির্বাচনে প্রায় ৩ হাজার ৫শ ৮২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এতে পুরুষ ভোটার প্রায় ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ জন এবং নারী ভোটার ৩৫ লাখ ৭৬ হাজার ৪০জন। ভোটগ্রহণ করবেন ৬১ হাজার ১৪৩ জন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
ইইউডি/এএ

** মনোনয়ন দাখিলের রেকর্ড কুষ্টিয়ায়, কম রাউজানে
** দিনভর গাফিলতি, রাতে তোড়জোড় ইসির

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।