ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ৩১ ডিসেম্বর থেকে বিচ কার্নিভাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
কক্সবাজারে ৩১ ডিসেম্বর থেকে বিচ কার্নিভাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: আগামী ৩১ ডিসেম্বর থেকে কক্সবাজারে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী মেগা বিচ কানির্ভাল-২০১৫।

দেশে প্রথমবারের মতো এ কার্নিভালের আয়োজক হিসেবে থাকছে গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ।


 
এ উপলক্ষে শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে  কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়।

এতে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার সাইফুল আজিম ও বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষে স্বাক্ষর করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) আনোয়ারুল নেসার।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক ‍ভুবন বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব নজরুল ইসলাম।
 
অনুষ্ঠানে সিদ্ধান্ত হয়, ৩ দিনব্যাপী মেগা বিচ কার্নিভাল শুরু হবে ৩১ ডিসেম্বর। শেষ হবে পর্যটন বর্ষের দ্বিতীয় দিন ২০১৬ এর ২ জানুয়ারি।
 
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, বিচ কার্নিভাল কক্সবাজারবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। এ সমঝোতা স্মারকের মাধ্যমে ওই স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে গেলো জেলা প্রশাসন।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।