ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে অবৈধ স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
সিলেটে অবৈধ স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ৫

সিলেট: অবৈধ পরিবহন স্ট্যান্ড দখল নিয়ে নগরীর দু’টি স্থানে শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন।



শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর টিলাগড় ও আম্বরখানা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নগরীর বালুচর ও শাহী ঈদগাহের শ্রমিকরা টিলাগড়ের শ্রমিকদের হঠিয়ে স্ট্যান্ডের দখল নিতে যায়। এ সময় ক্ষমতাসীন দলের একটি গ্রুপ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এদিকে আম্বরখানায় একই ইস্যুতে শুক্রবার সন্ধ্যায় শ্রমিকদের দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। আহতদের মধ্যে দু’জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে টিলাগড় ও আম্বরখানায় সিএনজিচালিত অটোরিকশার পরিবহন স্ট্যান্ড ইজারার নাম করে অটোরিকশা শ্রমিকদের একটি পক্ষ পরিচালনা করে আসছিলো।

 ‘সিলেটে অর্ধশত অবৈধ পরিবহন স্ট্যান্ড’  শিরোনামে ২ ডিসেম্বর বাংলানিউজে সংবাদ প্রকাশিত হলে স্ট্যান্ডগুলোর বৈধতা না থাকার বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর শ্রমিকদের মধ্যে দু’টি পক্ষ স্ট্যান্ডের দখল নিতে এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ব্যাপারে সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, স্ট্যান্ড দখল নিয়ে দু’টি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এনইউ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।