ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

পাথরঘাটায় বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
পাথরঘাটায় বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মল্লিক মোহাম্মদ আইউবের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।



বর্তমান মেয়র মল্লিক মোহাম্মদ আইউবকে অনিয়মের মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় নেতারা মনোনয়ন দিয়েছেন বলেও অভিযোগ করেন উপজেলা ও পৌর বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী।

এতে উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক চৌধুরী ফারুক, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউল করিম বাদশা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল শিকদার প্রমুখ।

এসময় উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান মোল্লা বলেন, তৃণমুল নেতাদের সুপারিশ না নিয়ে কেন্দ্রীয় নেতারা ব্যক্তি বিশেষ বিবেচনা করে চাপের মুখে মল্লিক মোহাম্মদ আইউবকে মনোনায়ন দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের স্নেহভাজন অ্যাডভোকেট মনিরুজ্জামানকে মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ৪ ডিসেম্বর উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দল মল্লিক মোহাম্মদ আইউবকে অবাঞ্চিত ঘোষণা করেছে। আমরা এই মনোনয়ন মানিনা।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী ফারুক বলেন, যে ব্যক্তি (মল্লিক মোহাম্মদ আইউব) খালেদা জিয়ার ছেলে কোকোর গায়বানা জানাজায় উপস্থিত না থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করতে পারে,  তিনি কিভাবে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হতে পারেন?।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।