ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কান্তজিউ মেলায় ককটেল হামলার ঘটনায় আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
কান্তজিউ মেলায় ককটেল হামলার ঘটনায় আটক ৬ ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ রাস মেলার ভোলানাথ যাত্রা প্যান্ডেলে ককটেল হামলার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, সন্দেহভাজন হিসেবে আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে, তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বাংলানিউজকে জানান, শুক্রবার গভীররাতে ককটেল হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলমসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার পর মেলা ও এর আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।