ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেসবুক নয়, পাকিস্তান হাইকমিশন বন্ধের দাবি বোয়াফ’র

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
ফেসবুক নয়, পাকিস্তান হাইকমিশন বন্ধের দাবি বোয়াফ’র ছবি: প্রতীকী

ঢাকা: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নয়, ঢাকায় পাকিস্তান হাইকমিশন বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।

শনিবার (০৫ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।



বিবৃতিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, উন্মুক্ত তথ্য প্রবাহের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বাংলাদেশের নাগরিকদের বিচ্ছিন্ন করে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূল করা সম্ভব নয়। বরং প্রযুক্তি দিয়ে প্রযুক্তির অপব্যবহার রোধ করতে হবে।

তিনি আরও বলেন, ই-কমার্স ব্যবসা ও আউটসোর্সিংয়ের সঙ্গে দেশের তরুণ সমাজ তাদের নিজেদের জীবন ব্যবস্থার পাশাপাশি বাংলাদেশকেও এগিয়ে নিয়ে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে কতিপয় দুষ্কৃতিকারীর জন্য পুরো জাতির অগ্রযাত্রাকে ব্যহত করা যৌক্তিক কোনো পদক্ষেপ হতে পারে না।

বিবৃতিতে শিগগির ফেসবুক খুলে দেওয়ার ও বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত পাকিস্তানের দূতাবাস বন্ধ করে দেশটির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
পিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।