ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সভা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির সভা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মৌলভীবাজার ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ ডিসেম্বর) সকালে জেলা কোর্ট রোডস্থ কার্যালয়ের সমানে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।



মৌলভীবাজার ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এ এম ইয়াহিয়া মুজাহিদের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মো. শাহীন আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান।

এ সময় আরও বক্তব্য রাখেন- জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এম সাহাবাউদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, আব্দুল কুদ্দুছ, মো. আলাল খান, অ্যাডভোকেট এ টি এম মান্নান ও ডা. দিলসাদ পারভীন চৌধুরী প্রমুখ।

এছাড়া, সভায় কার্য নির্বাহী কমিটির সদস্য, আজীবন সদস্য, ইউনিট লেভেল কর্মকর্তা ও যুব সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।