ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
বাগেরহাটে স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল মিনা হাসিবুল হাসান শিপন

বাগেরহাট: বাগেরহাট পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে হলফনামায় অসত্য তথ্য দেওয়ায় অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রির্টানিং অফিসার।



তবে শিপন মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রির্টানিং অফিসারের কাছে আবেদন করতে পারবেন। ৮ ডিসেম্বর আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে, শিপনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় বর্তমানে বাগেরহাট পৌরসভায় মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বী রয়েছেন।

বাগেরহাট পৌরসভার সহাকারী রিটার্নি অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বাংলানিউজকে বলেন, এক মেয়র প্রার্থীর অভিযোগের ভিত্তিতে স্বতন্ত্র প্রার্থী শিপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্রের হলফনামায় তিনি অসত্য তথ্য দেওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রার্থী চাইলে আপিল করতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে শিপন বলেন, আমার যে ব্যক্তিগত ঋণ ছিল তা মনোনয়নপত্র দাখিলের আগেই পরিশোধ করেছি। তাই হলফনামায় ওই বিষয়টি উল্লেখ করিনি। এর বিরুদ্ধে আমি আপিল করবো।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।