ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

চুয়াডাঙ্গার ৪ পৌরসভায় ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
চুয়াডাঙ্গার ৪ পৌরসভায় ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে চুয়াডাঙ্গার চার পৌরসভায় মেয়র পদে চারজন ও সংরক্ষিত নারী আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
 
এদের মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভায় মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মজিবুল হক মালিক মজুর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এ পৌরসভার সংরক্ষিত নারী আসনের চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।  
 
দর্শনা পৌরসভায় বিএনপির বিদ্রোহী প্রার্থী নাহারুল ইসলাম ও সাইফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।  
 
আলমডাঙ্গা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ পৌরসভায় সংরক্ষিত নারী আসনের এক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
 
জীবননগর পৌরসভায় সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। তবে কারও মনোনয়নপত্র বাতিল হয়নি।
 
জেলার চার পৌরসভায় নয় প্রার্থীর মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা জানিয়েছেন, পৌর এলাকার ১০০ ভোটারের সমর্থনসহ যেসব কাগজ জমা দেওয়া হয়েছে সেখানে ভুল তথ্য ও ত্রুটি  থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।