ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

বরিশালের ৪ পৌরসভার সব মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
বরিশালের ৪ পৌরসভার সব মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ

বরিশাল: বরিশালের চারটি পৌরসভার মেয়র পদের বিপরীতে মানোনয়নপত্র জমাদানকারী সব প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।
 
শনিবার (৫ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত স্ব-স্ব উপজেলা পরিষদ মিলনায়তনে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।


 
যাচাই-বাছাইকালে চার পৌরসভার মেয়র প্রার্থীরা উপস্থিত ছিলেন।
 
বরিশালের উজিরপুর ও মুলাদী পৌরসভার মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই রোববার সকালে শুরু হবে বলে জানা গেছে।  
 
বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হালিম খান বাংলানিউজকে জানান, চার পৌরসভার মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সবাইকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।   
 
চারটি পৌরসভার মধ্যে বাকেরগঞ্জে চার জন, বানারীপাড়ায় ছয় জন, মেহেন্দিগঞ্জের তিন জন ও গৌরনদীতে চার জন মেয়র প্রার্থী রয়েছে।  
 
রোববার সকালে উজিরপুর ও মুলাদী পৌরসভার মেয়র প্রার্থীসহ ছয় পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।