ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ৩ দিনের তথ্যমেলা শুরু রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
খুলনায় ৩ দিনের তথ্যমেলা শুরু রোববার

খুলনা: তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রোববার (৬ ডিসেম্বর) থেকে খুলনায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী তথ্যমেলা। মহানগরীর জিয়া হল (পাবলিক হল) চত্বরে মেলা চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত।



খুলনা জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে এ মেলার আয়োজন করছে। রোববার (৬ ডিসেম্বর) সকালে মেলার উদ্বোধন করবেন খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল।

মেলায় সভাপতিত্ব করবেন সনাক খুলনার সভাপতি (ভারপ্রাপ্ত) রোজী রহমান।

রোজী রহমান বাংলানিউজকে জানান, তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। তিনদিনব্যাপী মেলায় কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। মেলায় ৩৫টি সরকারি-বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।