ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফটোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা সম‍াপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
বগুড়ায় ফটোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা সম‍াপ্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার উদ্যোগে তিন দিনব্যাপি বুনিয়াদি ফটোগ্রাফি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় ১১জন প্রশিক্ষণার্থী অংশ নেন।


 
শনিবার (০৫ ডিসেম্বর) দুপুর ১২টায় বিআইআইটির সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন বগুড়া জেলা প্রশাসক (ডিসি) আশরাফ উদ্দিন।

কর্মশালায় বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন।
 
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আশরাফ উদ্দিন বলেন- আলোকচিত্র এমন একটি শিল্প যা দিয়ে গোটা বিশ্বকে নাড়া দেওয়া সম্ভব। গণমাধ্যমের প্রচার ও প্রকাশনার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। সমাজের সঠিক চিত্র একটি ছবির মাধ্যমে ফুটে উঠে। দেশ জাতির উন্নয়নে সাংবাদিকদের অবদান গুরুত্বপূর্ণ।
 
তিনি আরো বলেন, প্রশিক্ষণ একজন মানুষকে দক্ষ করে তোলে। ফটোগ্রাফি বিষয়ে প্রশিক্ষণের মধ্যদিয়ে সাংবাদিকদের দক্ষতা আরো বৃদ্ধি পাবে। এতে আরো ভালোমানের ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ হবে। দেশে বিদেশে আলোকচিত্র প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম বয়ে আনবে। যা থেকে সমাজ ও দেশ উপকৃত হবে। তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
 
সমাপনী অনুষ্ঠানে সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, দৈনিক উত্তরের খবরের সম্পাদক আব্দুস সালাম বাবু, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঠান্ডা আজাদ, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আযম কমল, বজলুর রশিদ সুইট, সাখাওয়াত হোসাইন জনি প্রমুখ বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।