ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে মসজিদের ইমামের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
কালীগঞ্জে মসজিদের ইমামের কারাদণ্ড ছবি : প্রতীকী

গাজীপুর: জেলার কালীগঞ্জে বাল্য বিয়ে ও প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অপরাধে স্থানীয় মসজিদের ইমাম মো. যোবায়ের হোসেনকে (৩৬) এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (০৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার এ দণ্ড দেন।



যোবায়ের হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম তোরন জানান, ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যোবায়ের হোসেন কালিগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের নাসু মার্কেট এলাকার বাইতুল আমান জামে মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করছিলেন।

বাড়িতে তার স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু বিগত এক মাস আগে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার নবম শ্রেণিতে পড়ুয়া পনেরো বছরের এক কিশোরীকে বিয়ে করেন। এ সময় তিনি তার প্রথম বিয়ের কথা গোপন রাখেন। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে তিনি কালীগঞ্জে বসবাস করছিলেন।

শনিবার সকালে তার প্রথম স্ত্রী দুই সন্তান নিয়ে কালীগঞ্জে চলে আসলে বিয়য়টি জানাজানি হয়।

পরে স্থানীয়রা চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
 
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।