ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
দিনাজপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু ছবি : প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত-পরিচয় (৩২) এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
 
শনিবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার নশিপুর এলাকায় দিনাজপুর- রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 
দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন পারভেজ বাংলানিউজকে বলেন, দিনাজপুর থেকে দুই মোটরসাইকেল আরোহী দশমাইলের দিকে যাচ্ছিলেন। পথে নশিপুরে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।  
 
হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ঘাতক বাস কিংবা এর চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই।
 
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।