ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবি অভিযানে মাদকদ্রব্য জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবি অভিযানে মাদকদ্রব্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০৭ বোতল হুইস্কি, ৫০ বোতল ফেনসিডিল এবং এক কেজি গাঁজা জব্দ করেছে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদস্যরা।

শনিবার (৫ ডিসেম্বর) দিনভর জেলার কসবা ও আখাউড়া উপজেলায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।



বিজিবি সূত্র জানায়, দুপুরে কসবা উপজেলার রাউতখোলা সীমান্ত এলাকায় স্থানীয় মঈনপুর বিওপি’র টহল দল অভিযান চালিয়ে ৮৩ বোতল হুইস্কি, একই উপজেলার গোসাইপুর সীমান্ত এলাকা থেকে কাজিয়াতলী বিওপি’র টহল দল ২৪ বোতল হুইস্কি জব্দ করে।

এছাড়াও আখাউড়া উপজেলার আমোদাবাদ এলাকায় স্থানীয় আলীনগর বিওপি’র টহল দল অভিযান চালিয়ে এক কেজি গাঁজা এবং একই উপজেলার ফকিরমোড়া বিওপি’র টহল দল নুরপুর এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।