ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে নিখোঁজের একদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
ফেনীতে নিখোঁজের একদিন পর শিশুর মৃতদেহ উদ্ধার

ফেনী: ফেনীতে নিখোঁজের একদিন পর মোহাম্মদ নিয়াজ (০৬) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের পূর্ব বসন্তপুর মুসলিম গ্রামের একটি খাল থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়।



নিহত শিশু নিয়াজ ওই এলাকার সিরাজুল ইসলামের পালক পুত্র।

সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার সকাল থেকে তার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার রাতে এলাকার লোকজন মৃতদেহটির সন্ধান পায়।

কেউ শিশুটিকে মেরে খালে ফেলে গেছে বলেও সন্দেহ করছেন সিরাজুল ইসলাম৷

ফুলগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইন উদ্দিন বাংলানিউজকে মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা না অপমৃত্যু তা পোস্টমর্টেমের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।