ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ফেনী মুক্তদিবস

প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
প্রথম প্রহরে স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী হানাদার মুক্তদিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেছে ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

রোববার (০৬ ডিসেম্বর) প্রথম প্রহরে শহরের জেল রোড়স্থ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালায় সংগঠনটি।



এ সময় মতিউর রহমান নিজামী, মীর কাসেমসহ মানবতা বিরোধীদের ফাঁসি কার্যকর করার দাবি জানায় তারা।

রাত ১২টা ১ মিনিটে ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আমিনুল ইসলাম রুপকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রহমান-সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীরসহ জেলার সকল মুক্তিযোদ্ধার সন্তানরা।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।