ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

স্থানীয় উদ্ভাবনী প্রশিক্ষণ

চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান কুমিল্লা জেলার

ইমতিয়াজ আহমেদ জিতু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান কুমিল্লা জেলার

কুমিল্লা: স্থানীয় উদ্ভাবনী প্রশিক্ষণ কার্যক্রমে দুটি ক্যাটাগরিতে প্রথম স্থানসহ চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে কুমিল্লা জেলা প্রশাসন।  

শনিবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ইনোভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্থানীয় উদ্ভাবনী প্রশিক্ষণসহ দুটি ক্যাটাগরিতে প্রথম স্থান এবং আইসিটি ও ফেসবুক কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকারসহ চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করে কুমিল্লা জেলা প্রশাসন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী। এ সময় বিভিন্ন জেলার জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

কুমিল্লার এনডিসি রাকিব হাসান বাংলানিউজকে জানান, কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল পুরষ্কার গ্রহণ করেন। জেলা প্রশাসক গত প্রায় দেড় বছরে এসব সৃজনশীল কাজগুলো নিজেই তদারকি করে বাস্তবায়ন করেছেন।

কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল বাংলানিউজকে বলেন, আজ আমরা অনেক আনন্দিত। এ পুরস্কার কুমিল্লাবাসীর জন্য আনন্দের। পথিকৃৎ কুমিল্লা শুধু শিক্ষা ও সংস্কৃতির পাদপীঠই নয়, অন্যান্য ক্ষেত্রেও কুমিল্লা অবদান রাখছে। সৃজনশীল ও আইটি সেক্টরেও কুমিল্লা জেলা ও জেলা প্রশাসন ইতিবাচক ভূমিকা পালন করছে। এ পুরস্কার ভবিষ্যতেও সৃজনশীল কার্যক্রমে আরো ভূমিকা রাখতে সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ০৬৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।