ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আমলা-কাউন্সিলরদের মধ্যে দূরত্ব, মেয়র নীরব!

তাবারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
আমলা-কাউন্সিলরদের মধ্যে দূরত্ব, মেয়র নীরব!

ঢাকা: ‘মনে রাখবেন, সিটি করপোরেশন এখন কোনো অনির্বাচিত প্রশাসকের আন্ডারে নয়, জনগণের নির্বাচিত প্রতিনিধি কাউন্সিলরদের আন্ডারে এই নগর ভবন। নির্বাচিত প্রতিনিধি যতো ছোট হোক, তাদের নিয়ে খেলবেন না।

আজকে আমলারা কাউন্সিলরদের ডমিনেট করেন’।
 
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে নগর ভবনে করপোরেশনের কর্মকর্তাদের (আমলা) উদ্দেশ্যে ক্ষোভ নিয়ে এসব কথা বলেছেন ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম ভাট্টি। এ সময় উপস্থিত অন্যান্য কাউন্সিলররা টেবিল চাপড়িয়ে তার কথার প্রতি সমর্থন জানান।
 
অভিযোগ রয়েছে, মেয়র সাঈদ খোকন নির্বাচিত কাউন্সিলরদের কৌশলে দূরে রাখছেন। তিনি নগর ভবনে কর্মকর্তাদের বেশি প্রাধান্য দিয়ে থাকেন। সিটি করপোরেশনের কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় কাউন্সিলরদের জানানো হয় না। জানানো হলেও তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় না। এক সভার কথা বলে অন্য সভার আয়োজন করা হয়ে থাকে।
 
এমনকি নগর ভবনে কাউন্সিলরদের যথাযথ সম্মান দেখানো হয় না। কোনো সভা-সেমিনারের আয়োজন করা হলে অন্য দর্শনার্থীদের মতো কাউন্সিলরদেরকেও পেছনের আসনে বসতে বাধ্য করা হয়। কিন্তু এসব বিষয়ে মেয়র নীরব থাকেন বলে অভিযোগ করেছেন একাধিক কাউন্সিলর।
 
গত ১৯ নভেম্বর নগর ভবনে এক আলোচনা সভা শুরু হওয়ার আগে সাংবাদিকদের উপস্থিতিতে কাউন্সিলর সিরাজুল ইসলাম ভাট্টি দাঁড়িয়ে বলেন, বোর্ড সভার কথা বলে আমাদেরকে দাওয়াত করা হয়েছে। কিন্তু এখানে এসে দেখি অন্য অনুষ্ঠান! এ সময় অন্যান্য কাউন্সিলররা মিলনায়তনের পেছনের আসন থেকে দাঁড়িয়ে যান। সবাই টেবিল চাপড়িয়ে তার কথায় সমর্থন জানান।
 
তখন এক কর্মকর্তা হলের পেছন দিকের আসনে বসা কাউন্সিলরদের সামনের আসনে বসতে অনুরোধ জানালে আরো বেশি খেপে যান তারা। কাউন্সিলররা বলেন, এখন হলের সামনে যারা বসা আছেন তাদের সবাইকেই দাওয়াত করে আনা হয়েছে। তাদের উঠিয়ে আমাদের সেখানে বসালে তাদের আরো বেশি অসম্মান করা হবে, তা হয় না।
 
এ সময় সিটি করপোরেশনের জনপ্রতিনিধিরা বলেন, কাউন্সিলররা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তাদেরকে ভবঘুরে, এনজিওকর্মী বা ইউনিয়ন পরিষদের মেম্বারদের মতো সমানভাবে দেখলে হবে না।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কাউন্সিলর বাংলানিউজকে বলেন, নির্বাচনের আগে প্রশাসকের আন্ডারে যেভাবে ছিল, নির্বাচনের পরও একইভাবে সেই আমলাদের নিয়ন্ত্রণেই রয়েছে নগর ভবন। নির্বাচিত প্রতিনিধিদেরকে নগর ভবনে দেখা হয় সাধারণ দর্শনার্থীদের মতো। সেখানে আমলাদের ছত্রছায়ায় দালালদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। কিন্তু মেয়র এ বিষয়ে জেনেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। এভাবে বেশিদিন চলতে দেওয়া যায় না।

ডিএসসিসি’র ৬নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম ভাট্টির কাছে সোমবার (৩০ নভেম্বর) মোবাইলে নগর ভবনে তার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, সেটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের ভেতরে অনেক কিছু হয়ে থাকতে পারে। সেসব বিষয়ে এখন আর কোনো কথা বলতে চাই না।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
টিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।