ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঞ্জুরুল আলম (৪২) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। একই ঘটনায় ওই বাড়ির মালিক শাহজাহান (৩০) আহত হয়েছেন।

তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কদমতলী সাদ্দাম মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

শাহজাহানের শ্যালক মো. আরিফ হোসেন জানান, নির্মাণাধীন বাড়িতে রড নিয়ে কাজ করার সময় মঞ্জুরুল বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে শাহজাহানও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তৃতীয় তলা থেকে পড়ে যান। পরে তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুলকে মৃত ঘোষণা করেন।

শাহজাহান বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।