ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

উদ্ভাবনী প্রশিক্ষণে চট্টগ্রাম বিভাগে প্রথম কুমিল্লা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
উদ্ভাবনী প্রশিক্ষণে চট্টগ্রাম বিভাগে প্রথম কুমিল্লা

কুমিল্লা: স্থানীয় উদ্ভাবনী প্রশিক্ষণ কার্যক্রমসহ দুই ক্যাটাগরিতে প্রথম স্থানসহ চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে কুমিল্লা জেলা প্রশাসন।  

শনিবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউজে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম বিভাগের ইনোভেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরে সন্ধ্যায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

ওই কার্যক্রমে স্থানীয় উদ্ভাবনী প্রশিক্ষণে প্রথম স্থানসহ দুই ক্যাটাগরিতে প্রথম স্থান এবং আইসিটি ও ফেসবুক কার্যক্রমে দ্বিতীয় স্থান অধিকারসহ চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করে কুমিল্লা জেলা প্রশাসন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মো. হাসানুজ্জামান কল্লোল।

কুমিল্লার এনডিসি রাকিব হাসান বাংলানিউজকে জানান, জেলা প্রশাসক হাসানউজ্জামান কল্লোল প্রায় গত দেড় বছরে এসব সৃজনশীল কাজ তদারকি ও বাস্তবায়ন করেছেন।

এ বিষয়ে কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, এটা কুমিল্লাবাসীর জন্য আনন্দের খবর। এ পুরস্কার ভবিষ্যতেও সৃজনশীল কার্যক্রম ভূমিকা পালনে সহায়তা করবে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।