ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জলঢাকায় ২ মেয়েকে হত্যার পর মায়ের ‘আত্মহত্যা’

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
জলঢাকায় ২ মেয়েকে হত্যার পর মায়ের ‘আত্মহত্যা’

সৈয়দপুর (নীলফামারী): দুই শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস  দিয়ে ফেন্সি বেগম (৩০) নামে এক নারী  ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।

রোববার (৬ ডিসেম্বর) সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার কাঠালি ইউনিয়নের দেশীবাড়ি আশ্রায়ন প্রকল্পে এ ঘটনা ঘটে।



খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও দুই মেয়ের মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, কৃষি শ্রমিক আশরাফ আলী সকালে ফসলের ক্ষেতে কাজ করার জন্য বাড়ি থেকে বের হন। এরপর সকাল ৯টার দিকে তাদের ঘরে গিয়ে তার দুই মেয়ে আকলিমা (৮) ও খাদিজার (৪) মৃতদেহ বিছানায় এবং ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় স্ত্রী ফেন্সি বেগমের মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা। খবর পেয়ে পুলিশ এসে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলওয়ার হাসান ইনাম জানান, স্বামী-স্ত্রীর কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, ফেন্সি বেগমই মেয়েদের হত্যা করে আত্মহত্যা করেছেন, নাকি তিনিও হত্যার শিকার, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বোঝা যাবে।

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আশরাফ আলীকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।