ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

স্বামীর ছোড়া গরম পানিতে ঝলসে গেলেন স্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
স্বামীর ছোড়া গরম পানিতে ঝলসে গেলেন স্ত্রী

ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় স্বামীর ছোড়া গরম পানিতে ঝলসে গেছেন স্ত্রী সারা আক্তার (২৫)।

রোববার (০৬ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল-১’র পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি জানান।



তিনি জানান, বেলা ১১টার দিকে সারাকে তার ছোট বোন তাসলিমা ও স্বামী উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

চিকিৎসাধীন সারা জানান, স্বামী মো. ইউসুফ মোহন মাদক সেবন করেন। এছাড়া বিভিন্ন সময় তাকে (সারা আক্তার) সন্দেহ করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

এরই জের ধরে শরীরে গরম পানি ঢেলে আমাকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন সারা।

তবে এ বিষয়ে স্বামী ইউসুফ মোহনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এজেডএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।