ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

জকিগঞ্জে এক মেয়রপ্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
জকিগঞ্জে এক মেয়রপ্রার্থীসহ তিনজনের মনোনয়ন বাতিল

সিলেট: জেলার সীমান্তবর্তী পৌরসভা জকিগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আ’লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সেই সঙ্গে সাধারণ ও সংরক্ষিত দুই কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচনী কর্মকর্তা আল-আমিন জানান, হলফনামায় মামলার বিষয় উল্লেখ করলেও এ সংক্রান্ত কাগজপত্র জমা না দেওয়ায় ফারুক আহমদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়া মেয়র পদে মনোনয়ন বৈধ হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন, বিএনপি মনোনীত প্রার্থী বদরুল হক বাদল, জাতীয় পার্টির (জাপা) আবদুল মালেক ফারুক, খেলাফত মজলিসের জাফরুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী কাজী হিফজুর রহমানের।

সহকারী রিটার্নিং অফিসার আল-আমিন আরও জানান, বাছাইকালে এ পৌরসভায় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা না দেওয়ায় কাউন্সিলর প্রার্থী ময়নুল হক রাজুর এবং স্বামী পৌরসভার তালিকুভুক্ত ঠিকাদার থাকায় সংরক্ষিত কাউন্সিলর পদে রাহেলা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।