ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৩৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
দিনাজপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ৩৩

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।


শনিবার (৫ ডিসেম্বর) রাত থেকে রোববার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।



গ্রেফতারকৃতদের দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে বিএনপির এক ও জামায়াতের একজন নেতা রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার পলাতক আসামি।

দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির এক ও জামায়াতের এক নেতাসহ মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, দিনাজপুর শহরের ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।

এছাড়া পুলিশের পাশাপাশি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিত টহল দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।