ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে চট্টগ্রাম সমিতির শোক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুতে চট্টগ্রাম সমিতির শোক

ঢাকা: সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম নূরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সমিতি-ঢাকা।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভাপতি লায়লা সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খান সমিতির সদস্যদের পক্ষে এ শোক বাণী জানান।



একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ এইচ এম নূরুল ইসলাম চৌধুরী ১৯৭৮ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত চট্টগ্রাম সমিতি-ঢাকা’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, পরবর্তীতে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

শনিবার (৫ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।