ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

খুলনায় আ’লীগের বিদ্রোহী দুই মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
খুলনায় আ’লীগের বিদ্রোহী দুই মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

খুলনা: খুলনার পাইকগাছা পৌরসভার দু’জন মেয়র প্রার্থী এবং চালনা পৌরসভার সংরক্ষিত আসনের চার নারী কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া মেয়র প্রার্থীর দু‘জনই আওয়ামী লীগের বিদ্রোহী ছিলেন।



রোববার (৬ ডিসেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ত্রুটি থাকার কারণে উল্লিখিত মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

পাইকগাছা উপজেলা নির্বাচন কর্মকর্তা (সহকারী রিটার্নিং কর্মকর্তা) মো. হযরত আলী বাংলানিউজকে জানান, দলীয় মনোনয়ন অথবা স্বতন্ত্র প্রার্থিতার পক্ষে কোনো প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি শেখ কামরুল হাসান টিপু এবং পৌরসভার বর্তমান প্যানেল মেয়র ও জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে, এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর, বিএনপি মনোনীত অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও স্বতন্ত্র অ্যাডভোকেট আব্দুল মজিদ গাজীর প্রার্থিতা বহাল রয়েছে।

এদিকে, দাকোপ উপজেলার চালনা পৌরসভায় কোনো মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। এখানে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত দলের পৌরসভা শাখার সাধারণ সম্পাদক সনৎ কুমার বিশ্বাস, আওয়ামী লীগের বিদ্রোহী বর্তমান মেয়র ড. অচিন্ত্য কুমার মন্ডল এবং বিএনপি মনোনীত দলের পৌর শাখার আহ্বায়ক শেখ আব্দুল মান্নানের প্রার্থিতা বহাল রয়েছে।

অন্যদিকে, চালনা পৌরসভায় বাআয়কর রিটার্ন দাখিল না করায় এবং তথ্য গোপনের অভিযোগে সংরক্ষিত আসনের চার নারী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থীরা হলেন সংরক্ষিত আসন-১ এর আমোদিনী রায়, আরতি রায় ও সুফলা মন্ডল এবং সংরক্ষিত আসন-৩ এর জামিলা বেগম।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এমআরএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।