ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর পল্টনে অজ্ঞানপার্টির খপ্পরে পুলিশ সদস্য

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
রাজধানীর পল্টনে অজ্ঞানপার্টির খপ্পরে পুলিশ সদস্য ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পল্টন এলাকা থেকে আব্দুস সালাম (৩৭) নামে এক পুলিশ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পল্টন মোড় ইউবিএল ক্রসিং থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।



শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিয়ার রহমান বাংলানিউজকে জানান, অচেতন ব্যক্তির সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে জানা গেছে, তিনি একজন পুলিশ কনস্টেবল। তার জ্ঞান ফিরলে জানা যাবে অজ্ঞানপার্টির সদস্যরা থেকে কি কি নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।