ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গল মুক্ত দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
শ্রীমঙ্গল মুক্ত দিবস উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় উদযাপন হচ্ছে হানাদার মুক্ত দিবস।

এ উপলক্ষে রোববার (৬ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল ভাড়াউড়া ৪৮ জন শহীদ চা শ্রমিকের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ।



এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আছকির মিয়া ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ মান্নান।   তাদের সঙ্গে ছিলেন ভাড়াউড়া চা বাগানের শ্রমিকরাও।
 
এরপর সকাল ১১টায় মৌলভীবাজার বধ্যভূমিতে একাত্তরের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার প্রমোদ রঞ্জন দেব, ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু ও মুক্তিযোদ্ধা চানু দত্তসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য।
 
দুপুর ১২টায় শ্রীমঙ্গল সাধুবাবার বটতলী বধ্যভূমি সংলগ্ন একাত্তর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান, ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শহিদুল হক।
 
এর আগে, হানাদার মুক্ত দিবসে মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুণ প্রত্যেক বধ্যভূমি পরিদর্শন করে সেখানে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করেন। এসময় তার সঙ্গে ছিলেন লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন, মুক্তিযোদ্ধা এমএ মান্নান ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রাহক বিকুল চক্রবর্ত্তী।
 
পরে বিরাজ সেন তরুণের উদ্যোগে বধ্যভূমিতে আগত দর্শনার্থীদের মাঝে খিচুড়ি ও পায়েস বিতরণ করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘন্টা; ডিসেম্বর ৬, ২০১৫
বিবিবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।