ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ২ শিশু হত্যার ঘটনায় আসামির ৭ দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
গোপালগঞ্জে ২ শিশু হত্যার ঘটনায় আসামির ৭ দিনের রিমান্ড

গোপালগঞ্জ: গোপালগঞ্জের ভোজেরগাতি গ্রামের আলোচিত দুই শিশু হত্যার ঘটনায় প্রধান আসামি তাদের মা জান্নাতুল ফেরদৌস কুলসুমের কথিত প্রেমিক সাহেব আলী ওরফে রানার (৩৮) সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে হাজির করা হলে আদালত এ রিমান্ড মঞ্জুর করে।



এর আগে শনিবার (৫ ডিসেম্বর) রাতে মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাহেব আলীকে গ্রেফতার করে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সওগাতুল আলম বাংলানিউজকে জানান, দুই শিশু পুত্র হত্যার প্রধান আসামি তাদের মা জান্নাতুল ফেরদৌস কুলসুমের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদারীপুরে অভিযান চালায় পুলিশ। এ সময় সাহেব আলীকে গ্রেফতার করে রাতেই গোপালগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়।

পরে রোববার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।