ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ট্রাকচাপায় পুলিশের এসআই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
মাগুরায় ট্রাকচাপায় পুলিশের এসআই নিহত

মাগুরা: মাগুরায় ট্রাকচাপায় মহিউদ্দিন বিশ্বাস (৪৭) নামে গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।



রোববার(০৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের সাইত্রিশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মহিউদ্দিনের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রামে। তিনি ঝিনাইদহ ডিবি পুলিশে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, বিকেলে ঝিনাইদহ থেকে মোটরসাইকেলে মাগুরার দিকে আসছিলেন মহিউদ্দিন। পথে মাগুরা সদর উপজেলার বারোমাইল এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মোটরসাইকেলের অপর আরোহী সুমন (২৪) গুরুতর আহত হয়েছেন।

তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাগুরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা(ওসি) একেএম আজমল হুদা বাংলানিউজকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। কি কারণে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
পিসি/  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।