ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলম মিয়া (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের বোয়ালিয়া চক্ষু হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটে।



আলম মিয়া উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর-শ্যামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে চক্ষু হাসপাতালের পাশে মুরগির খামারের টিনের চাল মেরামত করছিলেন আলম। এ সময় খামারের উপর দিয়ে যাওয়া তেত্রিশ কেভি তারের সঙ্গে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজম্মেল হক বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।