ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নদী ও নৌ-পথ রক্ষার দাবিতে সাঁতার প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
নদী ও নৌ-পথ রক্ষার দাবিতে সাঁতার প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: নদী ও নৌ-পথ রক্ষার দাবিতে বাগেরহাটের রামপালের মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (৬ ডিসেম্বর) দুপুরে এ সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

 
 
বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকলভুক্ত মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ-চ্যানেলটি রক্ষা ও সব নদী-খাল বাঁচানোর দাবিতে স্থানীয় একটি সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে।
 
অংশ নেওয়া ২৫ জন প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছেন তরফদার সোহানুজ্জামান। এছাড়া জাকির হোসেন দ্বিতীয়, ইকবাল হোসেন তৃতীয় হন।
 
রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাইদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
 
সাঁতার প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রভাষক বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বিআইডাব্লিউটিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদ-উজ-জামান, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপের (সিডিপি) খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএম ইকবাল হোসেন বিপ্লব প্রমুখ।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন- সুন্দরবন ও মংলা বন্দর রক্ষার জন্য এ চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোন মূল্যে এ চ্যানেলসহ সংযুক্ত নদী-খাল বাঁচিয়ে রাখতে সবাইকে আন্তরিক হতে হবে।


 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।