ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ৩ দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে ৩ দিন

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনের দাখিল করা মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিলো রোববার (০৬ ডিসেম্বর)। এর মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা জমা দেওয়ার দিন থেকে ‍পরবর্তী তিন দিন পর্যন্ত কর্তৃপক্ষের কাছে প্রার্থিতা পেতে আপিল করতে পারবেন।



রোববার (০৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।

কর্মকর্তারা বলেন, যাদের মনোনয়নপত্র শনিবার (০৫ ডিসেম্বর) বাছাই হয়েছে, তারা মঙ্গলবার (০৮ ডিসেম্বর) পর্যন্ত আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়নপত্র রোববার বাছাই হয়েছে তারা বুধবার (০৯ ডিসেম্বর) পর্যন্ত আপিল দায়ের করতে পারবেন। এক্ষেত্রে কারও মনোনয়নপত্র বাতিল বা জমার বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থী বা ব্যক্তি।

আপিল কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নিয়োগ করা হয়েছে। তারা আপিল দায়েরের তিন দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি করবেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো, এ তথ্য মাঠ পর্যায় থেকে আসেনি নির্বাচন কমিশনে।

আগামি ৩০ ডিসেম্বর দেশের ২৩৫ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে ১২২৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২৬৬৮ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৯৭৯৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ও কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

** স্বতন্ত্র দুই মেয়র প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ
** এমপি রিমনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
** রিটার্নিং কর্মকর্তার পক্ষপাত গ্রহণযোগ্য নয়
** রিটার্নিং কর্মকর্তার পক্ষপাত গ্রহণযোগ্য নয়
** মন্ত্রী-এমপিদের আচরণবিধি লঙ্ঘন না করতে ইসি’র চিঠি
** বিশ্বমানের বিমান বাহিনী গড়ে তোলা হবে

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
ইইউডি/ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।