ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

গাইবান্ধায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
গাইবান্ধায় ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

গাইবান্ধা: গাইবান্ধায় দুই পৌরসভায় পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন রোববার (৬ ডিসেম্বর) বিকেল পর্যন্ত তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।


 
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সদর পৌরসভায় এক মেয়র ও দুই মহিলা কাউন্সিলর এবং গোবিন্দগঞ্জ পৌরসভায় দুই সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
 
নির্বাচন অফিস সূত্র জানায়, গাইবান্ধা পৌরসভায় মেয়র প্রার্থী আরিফুল ইসলাম চৌধুরী শাহীন (স্বতন্ত্র) ও একই পৌরসভার ১নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থী জোলেখা খাতুন লিমা ও নূরুন নাহারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  
 
এতে বর্তমানে প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে মেয়র পদে সাত জন, সংরক্ষিত মহিলা আসনে ২০ ও সাধারণ কাউন্সিলর পদে ৭৩ জন।  
 
গোবিন্দগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নুরুন্নবী সরকার ও হারুন-উর-রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে এ পৌরসভায় মেয়র পদে আট জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন অবশিষ্ট রয়েছেন।
 
এদিকে, সুন্দরগঞ্জ পৌরসভায় কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে মেয়র পদে ৯, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৩ ও সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন।  
 
জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর প্রামাণিক বাংলানিউজকে বলেন, মনোনয়নপত্রে শনাক্তকারীর জাল সাক্ষর থাকায় আরিফুল ইসলাম চৌধুরী শাহীন, বয়স কম থাকায় জোলেখা খাতুন লিমা, ঋণ খেলাপি থাকায় নূরুন নাহার, আয়কর রিটার্ন সনদ দাখিল না করায় নুরুন্নবী সরকার ও শিক্ষাগত সনদের কপি সংযুক্ত না করায় হারুর-উর-রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।