ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

লালমনিরহাটে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
লালমনিরহাটে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

লালমনিরহাট: লালমনিরহাটের দুই পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং অফিসার রেজাউল আলম সরকার।



বাতিল হওয়া প্রার্থীরা হলেন- লালমনিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তৌহিদুল ইসলাম তুষার ও ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মন্টু মিয়া।
 
পাটগ্রাম উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন জানান, যাচাই-বাছাই শেষে পাটগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জন ও কাউন্সিলর পদে ৩৩জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হয়েছে।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাচন অফিসার আবতাবুজ্জামান আহম্মেদ বাংলানিউজকে বলেন, লালমনিরহাট পৌরসভার কাউন্সিলর পদে ৬০জন মনোনয়ন জমা দেয়।

তাদের মধ্যে দুই জনের মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে। এ ছাড়া মেয়র পদে ছয় জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নয়জনের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।