ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

শেরপুরে ৮ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
শেরপুরে ৮ মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল

শেরপুর: শেরপুরের শ্রীবরদী ও নকলা পৌরসভার মেয়র পদে আট প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন রোববার (৬ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেছুর রহমান এ তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।



শ্রীবরদী পৌরসভায় আলমগীর হোসেন, শহীদুল্লাহ শাহী, মুক্তিযোদ্ধা ডা. ওয়ালিউজ্জামান আশরাফি লতা ও দেলোয়ার হোসেন দেলুর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নকলা পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন আনারের আয়কর রিটার্ন দাখিলের টিআইএন সনদপত্র না থাকার কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক আকন্দ ও আমির উদ্দিনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য দাখিল করা সংযুক্ত ১০০ ভোটারের সমর্থনসূচক প্রমাণপত্র যাচাইকালে সত্যতা না পাওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়েছে।
 
শ্রীবরদী পৌরসভার সাধারণ কাউন্সিলর পদে ৪নং ওয়ার্ডে আব্দুল কাদেরের মনোনয়নপত্রে অসঙ্গতি ও টিআইএন নম্বর না থাকায় এবং ৮ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন কমলের হলফনামায় অসম্পূর্ণ তথ্য ও আয়কর সনদ না থাকায় মনোনয়নপত্র বাতিল হয়েছে।

শেরপুর সদরে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আঞ্জুমানারা বেগম, সাধারণ কাউন্সিলর ১ নং ওয়ার্ডের আব্দুল্লাহ আল মাসুদ, ৫ নং ওয়ার্ডের সামছুল আলম, ৬ নং ওয়ার্ডের তোফায়েল আহাম্মেদ ও ৯ নং ওয়ার্ডের রমজান আলীর মনোনয়নপত্রে বিভিন্ন অসঙ্গতি থাকায় বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।