ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ নিহত ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যানে ধাক্কায় শিশু চাঁদনি (৩) ও অজ্ঞাত নারী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশু চাঁদনির মা রুপালি আক্তার।



রোববার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থনীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে শিশু চাঁদনি ও অজ্ঞাত ওই নারীকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্য জানান।

আহত রুপালি আক্তার ঢামেকে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এজেডএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।