ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুরে স্বর্ণের বারসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
কমলাপুরে স্বর্ণের বারসহ যাত্রী আটক ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৫ পিস স্বর্ণের বারসহ বলাই পাল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



সোমবার (০৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তুর্ণা-নিশিথার যাত্রী বলাই পাল কমলাপুরে নামলে গতিবিধি সন্দেহ হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তার কোমরের বেল্টের মধ্যে লুকানো অবস্থায় ৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
 
বাংলাদেশ সময়:০৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।