ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
সিরাজগঞ্জে কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার, আটক ২ ছবি: প্রতীকী

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কষ্টিপাথর সদৃশ মূর্তিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ ডিসেম্বর) দিনগত রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার হাকিমপুর থানার বিশাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে মলিন ওরফে ভোলা ও একই থানার চেনপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে নাদিম।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে কষ্টিপাথর সদৃশ মূর্তিটি উদ্ধার করা হয়। এসময় চালক ও যাত্রীসহ পিকআপভ্যানটিকে আটক হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।