ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন গণতন্ত্রের অবরুদ্ধ পথকে বিকশিত করবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
পৌর নির্বাচন গণতন্ত্রের অবরুদ্ধ পথকে বিকশিত করবে ছবি: সোহাগ শেখ- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচন ‘গণতন্ত্রের অবরুদ্ধ পথকে বিকশিত করবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



সুরঞ্জিত বলেন, অনেকে বলেছেন ‘এই নির্বাচনে ক্ষমতার বদল হবে না। এটা তেমন বড় ব্যাপার নয়। ’ এই নির্বাচনে নৌকা-ধানের শীষের দেখা হবে, এটাই বড় ঘটনা। এই নির্বাচন গণতন্ত্রের অবরুদ্ধ পথকে বিকশিত করবে।

নূর হোসেনের বিচার সারা দেশবাসীর প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন, এটা সেনসেশনাল (স্পর্শকাতর) কেস। সাত-সাতটা খুন, এগুলোর টাকা কার কার পকেটে? এদের মুখোশ উন্মোচন করতে হবে। তথ্য গোপন করার জন্য আরও ৩৬টা মামলা! জড়িতদের চেহারা যেন বের না করা যায়!

সুরঞ্জিত বলেন, নূর হোসেনের মামলায় আবার প্রশ্ন করতে হবে। অবাধ, সুষ্ঠু বিচারের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তদন্ত কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে ‘মূল রহস্য’ বের করলেই চলবে না, দেশবাসীকে জানাতেও হবে।

এসময় দিনাজপুরের কান্তজির মন্দিরে রাসমেলায় হামলা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের গাফলতিতে ওসিকে ক্লোজড করা যথেষ্ট নয়, আসামিদের গ্রেফতার করে ভক্তদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে।

বিএনপিকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, এখন কাজ হলো নির্বাচন। দেশের মানুষ নির্বাচন পাগল। সব ছেড়ে গণতন্ত্রের পথে আসুন। কথা পরিষ্কার, মুক্তিযুদ্ধ না জানলে এদেশে রাজনীতি করা যাবে না। যুদ্ধাপরাধী ও জামায়াত সঙ্গে নিয়ে এদেশে রাজনীতি করা যাবে না।

তিনি অভিযোগ করেন, কারণে অকারণে নির্বাচন কমিশনকে গালি দেওয়া ‘ফ্যাশন’ হয়ে গেছে। তারা (নিক) অনেক সাহস দেখিয়েছে। সংসদ সদস্যদের বাদ দেওয়ার বিষয়ে অনেক বাধা সত্ত্বেও তাদের বাদ দিয়েছে। তাতে সরকারের দাবি তারা মানেনি। তারপরও আমরা বলছি- ঠিক আছে।

আমরা চাই, বিএনপিও আইনানুগ সহযোগিতা করবে। নির্বাচন কমিশন সততার সঙ্গে নিরপেক্ষ কাজ করছে। তাদের সহযোগিতা করা আমাদের কর্তব্য।

ব্যারিস্টার জাকির আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিম্বেবর ০৭, ২০১৫
এসইউজে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।