ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্ত থেকে কাপড়সহ বিভিন্ন সামগ্রী জব্দ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
হিলি সীমান্ত থেকে কাপড়সহ বিভিন্ন সামগ্রী জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি(দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের ছোটডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৩ লাখ ২১ হাজার ২৫০ টাকা মূল্যের বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে-আমদানি নিষিদ্ধ নেশা জাতীয় ইনজেকশন, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট, শাড়ি ও চাদর।



সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব মালামাল জব্দ করে।

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক বাংলানিউজকে জানান, ট্যাবলেটসহ ভারতীয় মালামালের বড় একটি চালান সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে আসছে, এমন খবরের ভিত্তিতে সকালে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তের ছোটডাঙ্গাপাড়া এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকে। এ সময় একদল চোরাকারবারী ওই এলাকায় আসার পর বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় কয়েকটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে বিজিবি।

পরে বস্তার ভেতর থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় গরু মোটাতাজাকরণ এনসিপ ট্যাবলেট ৬৮ হাজার, প্রাকটিন ২০ হাজার, ডেক্সিন ২০ হাজার, নেশা জাতীয় ডাইক্লোফেন ইনজেকশন ৩৯৫ পিস, শাড়ি ১০ পিস, লেডিস চাদর ৯ পিস জব্দ করা হয়। উদ্ধার হওয়া মালামালগুলো হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।