ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা মুক্ত দিবসে র‌্যালি-আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
সাতক্ষীরা মুক্ত দিবসে র‌্যালি-আলোচনা সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরা মুক্ত দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ড এ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।



বেলা ১১টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বের হয় একটি বিশাল র‌্যালি। র‌্যালিটি বাদ্য-বাজনাসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোশাররফ হোসেন মশুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  শাহ আব্দুল সাদী।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক, মুক্তিযোদ্ধা হাসান-উজ-জামান, মুক্তিযোদ্ধা ড.এম এ বারী, মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ প্রমুখ।

এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বাকি যুদ্ধাপরাধীদের বিচারকার্য তরান্বিত ও রায় কার্যকরের দাবি জানান।

এদিকে, দিবসটি উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবে বেলা ১১টায় পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ।

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, আনিসুর রহিম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুজ্জামান, রুহুল কুদ্দুস প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।