ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গণতন্ত্র বিকাশে সাংবাদিকদের বেশি অবদান রাখতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
গণতন্ত্র বিকাশে সাংবাদিকদের বেশি অবদান রাখতে হবে ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের বিকাশে সাংবাদিকদের অবদান রয়েছে। তাদের আরো বেশি অবদান রাখতে হবে।



সোমবার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্র সম্পর্কে সংসদ সদস্য ও সাংবাদিকদের বিশেষ জ্ঞান অর্জন করা প্রয়োজন। এক্ষেত্রে সংবাদ পরিবেশন আরো সহজ হবে, গণতন্ত্র হবে আরো বেশি বিকশিত।

তিনি বলেন, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও সংসদ এ তিনটি রাষ্ট্রের স্তম্ভ। সংসদীয় গণতন্ত্রকে আরো বেশি কার্যকর করতে হলে এ তিনটি বিভাগের মধ্যে সম্পর্ক কেমন, কারো পরিধি কতটুকু এ বিষয়গুলো জানার প্রয়োজনীয়তা আছে।

সাব এডিটরদের উদ্দেশ্যে তিনি বলেন, সংবাদপত্র প্রকাশ ও জনমত গঠনে সাব এডিটররা অনন্য ভূমিকা রাখে। তারা বিশেষ দায়িত্ব পালন করছেন। রিপোর্টাররা চ্যালেঞ্জ ও ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন। কিন্তু তাকে মানসম্মত আর পাঠকের কাছে তুলে ধরার কাজ করেন সাব এডিটররা। তিনি সাব এডিটরদের বিশেষ প্রশিক্ষণ ও বিশেষ প্রযুক্তি সম্পর্কে জানার ব্যবস্থা করার আহ্বান জানান।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, সংবাদকর্মীদের মধ্যে কোন বিভাজন নেই। সংবাদ মাধ্যমে সাব এডিটর, সাংবাদিক, ফটোগ্রাফার কাউকে খাটো করে দেখার সুযোগ নেই।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠী বাংলাদেশে আইএস, আল কায়দাসহ জঙ্গি সংগঠন এদেশে আছে বলে প্রতিষ্ঠা করতে চায়। সংবাদকর্মীদের কাজ হলো মানুষের সামনে সত্য তুলে ধরা। তিনি জঙ্গির নামে সত্য ঘটনা তুলে ধরতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, সাংবাদিকদের মধ্যে কোন বিভেদ নেই। অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আইন থাকা সত্ত্বেও অনেক সংবাদপত্র সাংবাদিকদের বেতন, ভাতা দিচ্ছে না। এক্ষেত্রে বেতন বোর্ড আইন অনুযায়ী সকল সংবাদ মাধ্যমকে আইন কার্যকরে বাধ্য করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, সাব এডিটররা সংবাদপত্রের মূল চালিকা শক্তি। কিন্তু নেই তাদের স্বীকৃতি। অবহেলিত তারা। তিনি সংগঠনের সদস্যদের জন্য একখণ্ড জমি, কল্যাণ তহবিলে বরাদ্দে সরকারের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও সাবেক সংসদ সদস্য সরফুদ্দিন আহমেদ ঝন্টু, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মীর মোস্তাফিজ আহমদ, হুমায়ুন সাদেক চৌধুরী, শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ, কোষাধ্যক্ষ কে এম ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি নাছিমা আক্তার সোমা। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, অতিথিদের ক্রেস্ট বিতরণ ও সদস্যদের মধ্যে বার্ষিক সুভেনিয়র এবং গিফট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
আরইউ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।