ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রোকেয়া পদক পাচ্ছেন বিবি রাসেল ও তাইবুন নাহার

স্পেশাল করেসপপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
রোকেয়া পদক পাচ্ছেন বিবি রাসেল ও তাইবুন নাহার

ঢাকা: নারীর শিক্ষা বিস্তার, নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা, নারী জাগরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দুই বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে বেগম রোকেয়া পদক-২০১৫ দিচ্ছে সরকার।
 
ত‍ারা হলেন- বিবি রাসেল  এবং  ড. তাইবুন নাহার রশীদ (কবিরত্ব ডি লিট) পদক পাবেন।


 
আগামী বুধবার (০৯ ডিসেম্বর) এই পদক তাদের দেওয়া হবে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।  
 
ড. তাইবুন নাহার রশীদের পিতার নাম মৃত খান বাহাদুর নুরুজ্জামান, মাতা মোছা. আমেনা বেগম, বর্তমান ও স্থায়ী ঠিকানা বাড়ী নং-১, রাস্তা নং-৪,বনানী ঢাকা ক্যান্টেনমেন্ট।
 
গত ০৫ নভেম্বর জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এই দুই নারীকে পুরস্কার প্রদানের সুপারিশ করে।
 
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গত ২৬ নভেম্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহিলা ও শিশু বিষয় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিবকে চিঠি দিয়েছেন।
   
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন মডেল ও ডিজাইনার বিশ্বসেরা সেলিব্রিটি ডিজাইনার স্টেলা ম্যাকার্থি, ভিভিয়েন ওয়েস্টউড এবং সাফিয়া মিন্নির মতো খ্যাতিমান ফ্যাশন ডিজাইনারের নামের সঙ্গে উঠে আসে তার নাম বিবি রাসেল।
 
এর আগে বাংলাদেশি এই ফ্যাশন মডেল এবং ডিজাইনার কাজের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের শান্তি পুরস্কার এবং স্বাধীনতা পদকসহ দেশি-বিদেশি অসংখ্য পুরস্কার পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসএমএ/এমআইএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।