ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

অরুণ জেঠলির মেয়ের বিয়েতে যোগ দিচ্ছেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
অরুণ জেঠলির মেয়ের বিয়েতে যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক মোটেও ভালো না হলেও, সামাজিক ক্ষেত্রে এ সম্পর্কের কোনো প্রভাব পড়েনি। তার প্রমাণ দিয়েই দিল্লিতে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেঠলির মেয়ের বিয়েতে উপস্থিত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



সোমবার (০৭ ডিসেম্বর) এ উদ্দেশে কলকাতা ছেড়েছেন মমতা।

বিয়ের অনুষ্ঠানে তিনি ছাড়াও উপস্থিত থাকবেন ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যদিও সরকারিভাবে এখন দিল্লিতে মুখ্যমন্ত্রীর কার্যক্রম প্রকাশ করা হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করতে পারেন।

সোমবার বিয়ের অনুষ্ঠান শেষে আরও তিনদিন মমতা সেখানে থাকতে পারেন বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
ভিএস/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।