ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে উচ্চ পর্যায়ের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে উচ্চ পর্যায়ের কমিটি

ঢাকা: রাজধানীর স্থায়ী জলাবদ্ধতা নিরসনে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

সোমবার (০৭ ডিসেম্বর) স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ কথা জানান।



রাজধানীর স্থায়ী জলাবদ্ধতা নিরসন বিষয়ে এ জরুরি বৈঠকের আয়োজন করা হয়।  

খন্দকার মোশাররফ হোসেন জানান, স্থানীয় সরকার বিভাগের ‍অতিরিক্ত সচিব শৈলেন্দ্রনাথকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। সমন্বিতভাবে স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করে জলাবদ্ধতা নিরসন করতে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কয়জন সদস্য ও কারা আছেন তা উল্লেখ না করে মন্ত্রী বলেন, সংশ্লিষ্টরাই কমিটির সদস্য হবেন।

তিনি বলেন, আগামীকাল (০৮ ডিসেম্বর) মঙ্গলবার থেকে রাজধানীর পানি নিষ্কাশনের সমস্যা চিহ্নিত ও তা সমাধানের পরিকল্পনা করবে কমিটি।

এছাড়া পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে এলাকা ভিত্তিক প্রকল্প কমিটি গঠন করা হবে।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক, ঢাকা ওয়াসার এমডি, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) একজন প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।