ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
বাজিতপুরে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় মা জরিনা বেগমের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলে গোলাপ মিয়াকে (২৬) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেডএম শারজিল হাসান এ আদেশ দেন।



দণ্ডপ্রাপ্ত গোলাপ উপজেলার সরারচর ইউনিয়নের সরারচর গ্রামের মৃত রূপালী মিয়ার ছেলে।
 
স্থানীয় সূত্র জানায়, গোলাপ এলাকায় মাদকাসক্ত যুবক হিসেবে পরিচিত। মাদকের টাকা না পেয়ে গোলাপ তার মা জরিনা বেগমকে মারধর করে আহত করে। এ যন্ত্রণা থেকে মুক্তি পেতে গোলাপ মিয়ার বিরুদ্ধে থানায় মৌখিক অভিযোগ করে জরিনা বেগম। এ অভিযোগের ভিত্তিতে পুলিশ গোলাপকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এজেডএম শারজিল হাসান বিষয়টি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।