ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে চিকিৎসকের গাড়ির ধাক্কায় শিশু আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
খাগড়াছড়িতে চিকিৎসকের গাড়ির ধাক্কায় শিশু আহত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: মদ্যপ অবস্থায় গালি চালানোর সময় খাগড়াছড়িতে রাজেন্দ্র ত্রিপুরা নামে এক চিকিৎসকের প্রাইভেটকারের ধাক্কায় শানজিদা আক্তার দীঘি (৪) নামে এক শিশু আহত হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খাগড়াছড়ি সদর হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।



আহত শানজিদা আক্তার সদরের শালবন এলাকার শরিফের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মদ্যপ অবস্থায় হাসপাতাল থেকে প্রাইভেটকার চালিয়ে বের হচ্ছিলেন ডা. রাজেন্দ্র ত্রিপুরা। হাসপাতালের সামনের বাক ঘুরতে গিয়ে প্রথমে শিশু দীঘিকে ধাক্কা দিয়ে পরে গাড়ীটি বিদ্যুৎ লাইনের খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

শিশু শানজিদার নানী রাশেদা বেগম বাংলানিউজকে বলেন, আমার নাতিকে ধাক্কা দিতেই আমি টেনে নিয়ে আসি। এ সময় দীঘির জামা গাড়ির সঙ্গে আটকে যায়।

চিকিৎসক রাজেন্দ্র ত্রিপুরার দুর্ঘটনার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, এমন দুর্ঘটনা আমি অনেকবার ঘটিয়েছি। কখনও তো আমার কাছে সাংবাদিকরা জানতে আসেননি। আপনারা আসলেন কেন?

এ বিষয়ে খাগড়াছড়ির সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার বাংলানিউজকে বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ এসেছে। দুর্ঘটনায় আহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ডা. রাজেন্দ্র ত্রিপুরার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।